Wellcome to National Portal
Main Comtent Skiped

শিরোনাম
ব্রিটিশ কাউন্সিলের লাইব্রেরিস আনলিমিটেড প্রকল্পের উদ্যোগে চলছে অনলাইনে কোডিং শেখার কার্যক্রম
বিস্তারিত

ব্রিটিশ কাউন্সিলের লাইব্রেরিস আনলিমিটেড প্রকল্পের উদ্যোগে চলছে অনলাইনে কোডিং শেখার কার্যক্রম।প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার সকালে চলছে অনলাইনে কোডিং শেখার সুযোগ। ইতিমধ্যে কানো কোড ও মেক আর্ট নামে দুইটি প্রোগ্রামিং কোর্সের সেশন সম্পন্ন হয়েছে এবং আগামী সপ্তাহ থেকে ( ২০ জুলাই) শুরু হচ্ছে নতুন আরেকটি কোর্স - ওয়েব ডেভেলপমেন্ট । এখানে HTML, CSS ও JavaScript এর মাধ্যমে ওয়েব ডেভেলপমেন্ট শেখানো হবে।

 

অনলাইনের ক্লাসের সূচি :

১. ওয়েব ডেভেলপমেন্ট : প্রতি সোমবার সকাল ১০:৩০ -দুপুর ১২:৩০ পর্যন্ত

২. পাইথন প্রোগ্রামিং : প্রতি বৃহস্পতিবার সকাল ১০:৩০ - দুপুর ১২:৩০ পর্যন্ত

 

 

আপনি যদি ৮-১৭ বছরের শিক্ষার্থী হন এবং এই অনলাইন ক্লাসগুলোতে অংশ নিতে আগ্রহী হন, তাহলে এখনই নিবন্ধন করুন নিচের লিংকে দেয়া ফর্মে :

 

https://forms.gle/shQstpMtz8t4GrE39

অনলাইন ক্লাসে ব্যাপারে বিস্তারিত জানিয়ে ইমেইলে যোগাযোগ করা হবে।

 

ডাউনলোড
প্রকাশের তারিখ
16/07/2020
আর্কাইভ তারিখ
30/03/2023